Thursday, January 3, 2013

Samsung Galaxy S III CDMA

 

Available as:
Samsung SGH-I535 for Verizon.
Samsung SPH-L710 for Sprint.
This is not a GSM device, it will not work on any GSM network worldwide.
General 2G Network CDMA 800 / 1900 - SGH-I535, SPH-L710
3G Network CDMA2000 1xEV-DO - SGH-I535, SPH-L710
4G Network LTE 700 MHz Class 13 - SGH-I535
  LTE 1900 - SPH-L710
SIM Micro-SIM
Announced 2012, June
Status Available. Released 2012, July
Body Dimensions 137.2 x 71.1 x 7.6 mm (5.40 x 2.80 x 0.30 in)
Weight 133.2 g (4.69 oz)
Display Type Super AMOLED capacitive touchscreen, 16M colors
Size 720 x 1280 pixels, 4.8 inches (~306 ppi pixel density)
Multitouch Yes
Protection Corning Gorilla Glass 2
 - TouchWiz UI
Sound Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 64 GB
Internal 16/32 GB storage, 2 GB RAM
Data GPRS No
EDGE No
Speed EV-DO Rev. A, up to 3.1 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
WLAN Wi-Fi 802.11 a/b/g/n, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot
Bluetooth Yes, v4.0 with A2DP, EDR
NFC Yes
USB Yes, microUSB v2.0 (MHL), USB On-the-go
Camera Primary 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
Features Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
Video Yes, 1080p@30fps
Secondary Yes, 1.9 MP, 720p@30fps
Features OS Android OS, v4.1 (Jelly Bean)
Chipset Qualcomm MSM8960 Snapdragon
CPU Dual-core 1.5 GHz
GPU Adreno 225
Sensors Accelerometer, gyro, proximity, compass, barometer
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
Browser HTML5, Adobe Flash
Radio No
GPS Yes, with A-GPS support
Java Yes, via Java MIDP emulator
Colors Pebble blue, Marble white
 - S-Voice natural language commands and dictation
- Smart Stay eye tracking
- Dropbox (50 GB storage)
- Active noise cancellation with dedicated mic
- TV-out (via MHL A/V link)
- SNS integration
- MP4/DivX/XviD/WMV/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+/AC3/FLAC player
- Organizer
- Image/video editor
- Document editor (Word, Excel, PowerPoint, PDF)
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa integration
- Voice memo/dial/commands
- Predictive text input (Swype)
Battery   Standard battery, Li-Ion 2100 mAh
Stand-by Up to 200 h
Talk time Up to 15 h
Misc SAR US 0.48 W/kg (head)     1.29 W/kg (body)    
SAR EU 0.88 W/kg (head)    
Price group

Samsung Galaxy Note II N7100

 

General 2G Network GSM 850 / 900 / 1800 / 1900
3G Network HSDPA 850 / 900 / 1900 / 2100
  HSDPA 850 / 900 / 2100 - N7105
4G Network LTE 800 / 900 / 1800 / 2600 - N7105
SIM Micro-SIM
Announced 2012, August
Status Available. Released 2012, September
Body Dimensions 151.1 x 80.5 x 9.4 mm (5.95 x 3.17 x 0.37 in)
Weight 183 g (6.46 oz)
 - S Pen stylus
Display Type Super AMOLED capacitive touchscreen, 16M colors
Size 720 x 1280 pixels, 5.5 inches (~267 ppi pixel density)
Multitouch Yes
Protection Corning Gorilla Glass 2
 - TouchWiz UI
Sound Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 64 GB
Internal 16/32/64 GB storage, 2 GB RAM
Data GPRS Yes
EDGE Yes
Speed HSDPA, 42 Mbps; HSUPA, 5.76 Mbps; LTE, Cat3, 50 Mbps UL, 100 Mbps DL
WLAN Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, DLNA, Wi-Fi Direct, Wi-Fi hotspot
Bluetooth Yes, v4.0 with A2DP, LE, EDR
NFC Yes
USB Yes, microUSB (MHL) v2.0, USB Host support
Camera Primary 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash, check quality
Features Simultaneous HD video and image recording, geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
Video Yes, 1080p@30fps, check quality
Secondary Yes, 1.9 MP
Features OS Android OS, v4.1.1 (Jelly Bean), upgradeable to 4.1.2 (Jelly Bean)
Chipset Exynos 4412 Quad
CPU Quad-core 1.6 GHz Cortex-A9
GPU Mali-400MP
Sensors Accelerometer, gyro, proximity, compass, barometer
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
Browser HTML5
Radio Stereo FM radio with RDS
GPS Yes, with A-GPS support and GLONASS
Java Yes, via Java MIDP emulator
Colors Titanium Gray, Marble White
 - S-Voice natural language commands and dictation
- Smart Stay and Smart Rotate eye tracking
- SNS integration
- Active noise cancellation with dedicated mic
- Dropbox (50 GB storage)
- TV-out (via MHL A/V link)
- MP4/DivX/XviD/WMV/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+/AC3/FLAC player
- Organizer
- Image/video editor
- Document editor (Word, Excel, PowerPoint, PDF)
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa integration
- Voice memo/dial/commands
- Predictive text input (Swype)
Battery   Standard battery, Li-Ion 3100 mAh
Stand-by Up to 980 h (2G) / Up to 890 h (3G)
Talk time Up to 35 h (2G) / Up to 16 h (3G)
Misc SAR US 0.23 W/kg (head)     0.95 W/kg (body)    
SAR EU 0.17 W/kg (head)    
Price group
Tests Display Contrast ratio: 402 (nominal) / 2.307:1 (sunlight)
Loudspeaker Voice 70dB / Noise 66dB / Ring 80dB
Audio quality Noise -90.2dB / Crosstalk -90.7dB
Camera Photo / Video
Battery life Endurance rating 69h

Samsung Galaxy Grand I9080

 

General 2G Network GSM 850 / 900 / 1800 / 1900
3G Network HSDPA 850 / 1900 / 2100
  HSDPA 900 / 1900 / 2100
SIM Yes
Announced 2012, December
Status Coming soon. Exp. release 2013, Q1
Body Dimensions 143.5 x 76.9 x 9.6 mm (5.65 x 3.03 x 0.38 in)
Weight 162 g (5.71 oz)
Display Type Capacitive touchscreen, 16M colors
Size 480 x 800 pixels, 5.0 inches (~187 ppi pixel density)
Multitouch Yes
 - TouchWiz UI
Sound Alert types Vibration; MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 64 GB
Internal 8 GB, 1 GB RAM
Data GPRS Yes
EDGE Yes
Speed HSDPA, 21 Mbps; HSUPA, 5.76 Mbps
WLAN Wi-Fi 802.11 a/b/g/n, Wi-Fi hotspot
Bluetooth Yes, v4.0 with A2DP, LE, EDR
USB Yes, microUSB v2.0
Camera Primary 8 MP, 3264x2448 pixels, autofocus, LED flash
Features Geo-tagging, touch focus, face and smile detection, image stabilization
Video Yes, 1080p@30fps
Secondary Yes, 2 MP
Features OS Android OS, v4.1.2 (Jelly Bean)
CPU Dual-core 1.2 GHz
Sensors Accelerometer, gyro, proximity, compass
Messaging SMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
Browser HTML5
Radio TBD
GPS Yes, with A-GPS, support and GLONASS
Java Yes, via Java MIDP emulator
Colors Black, White
 - Active noise cancellation with dedicated mic
- SNS integration
- MP4/WMV/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+/AC3/FLAC player
- Organizer
- Image/video editor
- Document viewer
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa integration
- Voice memo/dial/commands
- Predictive text input
Battery   Standard battery, Li-Ion 2100 mAh
Stand-by
Talk time
General 2G Network GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2
3G Network HSDPA 900 / 2100 - SIM 1 & SIM 2
SIM Dual SIM (Mini-SIM, dual stand-by)
Announced 2012, July
Status Available. Released 2012, September
Body Dimensions 121.5 x 63.1 x 10.5 mm (4.78 x 2.48 x 0.41 in)
Weight 120 g (4.23 oz)
Display Type TFT capacitive touchscreen, 16M colors
Size 480 x 800 pixels, 4.0 inches (~233 ppi pixel density)
Multitouch Yes
Sound Alert types Vibration, MP3, WAV ringtones
Loudspeaker Yes
3.5mm jack Yes
Memory Card slot microSD, up to 32 GB
Internal 4 GB (1.8 GB user available), 768 MB RAM
Data GPRS Yes
EDGE Yes
Speed HSDPA, 7.2 Mbps; HSUPA, 5.76 Mbps
WLAN Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot
Bluetooth Yes, v3.0 with A2DP
USB Yes, microUSB v2.0
Camera Primary 5 MP, 2592х1944 pixels, autofocus, LED flash, check quality
Features Geo-tagging
Video Yes, VGA@30fps
Secondary Yes, VGA
Features OS Android OS, v4.0 (Ice Cream Sandwich), upgradable to v4.1 (Jelly Bean)
Chipset Qualcomm MSM7227A Snapdragon
CPU 1 GHz Cortex-A5
GPU Adreno 200
Sensors Accelerometer, proximity, compass
Messaging SMS (threaded view), MMS, Email, Push Email
Browser HTML, Adobe Flash Lite
Radio Stereo FM radio with RDS
GPS Yes, with A-GPS support
Java Yes, via Java MIDP emulator
Colors White, Black, La Fleur
 - SNS integration
- MP4/H.263/H.264/WMV player
- MP3/eAAC+/WMA/WAV player
- Organizer
- Document viewer
- Voice memo/dial
- Predictive text input
Battery   Standard battery, Li-Ion 1500 mAh
Stand-by Up to 445 h (2G) / Up to 330 h (3G)
Talk time Up to 13 h (2G) / Up to 7 h 25 min (3G)
Misc SAR US 0.27 W/kg (head)     0.65 W/kg (body)    
SAR EU 0.47 W/kg (head)    
Price group
Tests Display Contrast ratio: 964 (nominal) / 1.400:1 (sunlight)
Loudspeaker Voice 61dB / Noise 60dB / Ring 65dB
Audio quality Noise -81.6dB / Crosstalk -80.5dB
Camera Photo
Battery life Endurance rating 43h
My



























ami





বাস থেকে নেমে পকেটে হাত দিয়ে সাথে সাথে শক খেলাম ..

আমার পকেটমার হয়ে গেছে.!! পকেটে ছিলই বা কি??

সব মিলিয়ে ২০০ টাকা!! আর একটা চিঠি যা আমি মাকে

লিখেছিলাম যে আমার চাকরি চলে গেছে এখন টাকা পাঠাতে

পারবনা । সেই পোস্টকার্ড নিয়ে ঘুরছিলাম কিন্তু কেন যেন

পাঠাতে ইচ্ছা করছিলোনা!! এমনিতে তো ২০০ টাকা খুব

বেশি টাকা না কিন্তু যার চাকরি চলে গেছে তার কাছে একটু

বেশি ই!! কিছুদিনপর মা এর একটা চিঠি পেলাম!! নিশ্চয় টাকা

পাঠানোর জন্য হবে!! কিন্তু চিঠি পড়ে আমি একটা ধাক্কা খেলাম

মা লিখেছে “ বাবা তুই যে ৫০০টাকার মানিঅর্ডার পাঠাইছিস সেটা

পাইছি!! আমি চিন্তা করতে লাগলাম এই মানিঅর্ডার কে করলো??

কিছুদিন পর আমি একটা চিঠি পেলাম । খুব খারাপ হাতের লিখা ছিল

অনেক কষ্টে পড়লাম । ওটাতে লিখা ছিল - ভাই, ২০০ টাকা তোমারআর

৩০০ টাকা আমার মিলিয়ে তোমার মাকে মানিঅর্ডার করে দিছি!

চিন্তা করো না! মা তো সবারই এক কমই হয় তাই না?? সে কেন

না খেয়ে থাকবে :’(

ইতি- তোমার –

পিকপকেট ভাই!!
 nity kotha


সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল।
সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে
পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো
তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি
কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে
আসতে হতো।এরই মধ্যে সেসমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো।
সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।
এরই মধ্যে সে একদিন খাবারেরখোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে
যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন
লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।
লোকটি চিৎকার করে উঠলো,
‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’
পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।
জাহাজটি সেই দ্বীপেরদিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো।
সে অবাক হয়ে বললো,
‘তোমরা কিভাবে জানলে যে আমিএখানে আটকা পরে আছি!’
জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’
যখন আমরা খুব বিপদে পরি তখনআমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি।
আমরা ভুলে যাই,'তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যেই করেন।'
ধন্যবাদ ......
✿✿ একজন সুখী মানুষের গল্পঃ ✿✿

এক জেলে দুপুর পর্যন্ত মাছ শিকার করে সারা দিনের
প্রয়োজন মিটিয়ে ফেললো । অতএব সে এবার মাছ
শিকারে ক্ষান্ত দিয়ে গাছের নিচে বিশ্রাম নিতে লাগলো ।
একটু পর সে খুশির অতিশাজ্জে বাঁশিও বাঁজাতে শুরু করল ।

পথের পাশ দিয়ে একজন ধনীব্যবসায়ী গাড়ি নিয়ে যাচ্ছিল । জেলেকে দেখে সে গাড়ি থামিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করল -
“ মাছ শিকার ছেড়ে তুমি এভাবে অলস ভাবে বসে আছোকেন?”
জেলে উত্তর দেয়-
“ আজকের দিনের প্রয়োজনীয় মাছ আমার শিকার হয়ে গেছে”।
ধনী ব্যবসায়ী আরো রেগে গিয়েবলে-
“ তুমি আরও বেশি মাছ কেন শিকার করছনা?”
জেলে বলে-“বেশি মাছ দিয়ে আমি কি করব?”
ব্যবসায়ী অবাক হয়ে বলে-
“ বেশি মাছ ধরে তুমি তা বিক্রি করে বেশি অর্থ উপার্জন
করতে পারবে । তা দিয়ে তুমি আরও বড়
নৌকা কিনতে পারবে”
জেলেও অবাক হয়ে বলে-
“তারপর আমি কি করব?”
ব্যবসায়ী বলতে থাকে-
“ বড় নৌকা দিয়ে তুমি আরও বেশি মাছ
ধরতে পারবে- আরও বেশি অর্থ পাবে আর
তা দিয়ে অনেকগুলি নৌকা তুমি ক্রমান্নয়ে কিনতে পারবে”।
জেলে বলে-
“ এরপর আমি কি করব?”
ব্যবসায়ী বলে-
“ তুমি অনেক কর্মচারী নিয়োগদিবে।
এবং তোমার ব্যবসা বাড়তে থাকবে।
একসময় তুমি আমার মত বড়
ব্যবসায়ী হয়ে যাবে”।
জেলে বলে-
“ বড় ব্যবসায়ী হয়ে আমি কি করবো?”
ব্যবসায়ী বলে-
“ তুমি তখন আরাম করে বিশ্রাম নিতে পারবে-
একজন সুখি মানুষ হতে পারবে”।
জেলে বলে-
“ আপনি কি কখনো আরাম করে বিশ্রাম নিতে পেরেছেন?”
ব্যবসায়ী ভবিষ্যৎ কোন এক সপ্নে বিভোর
হয়ে উত্তর দেয়-
“ না, আরামের এখনো অনেক দেরি-
আমি আমার ব্যবসাকে আরও বড়
করতে চাচ্ছি”।
জেলে হেসে দিয়ে বলে-
“ আপনার বয়স ষাটের উপর চলে গিয়েছে।
অথচ এখনো আপনি আরামকরতে পারেননি ।
কিন্তু আমাকে দেখেন – আমার বয়স
আপনারই মত- কিন্তু আমি আমার চাহিদাকে সীমিত
রেখেছি বলে সবসময় এভাবে আরাম করি আর
বাঁশি বাঁজাই । আপনি ভবিষ্যতে সুখী হবেন
বলে এখনো ছুটছেন আর আমিনিজেকে অনেক আগে থেকেই
সুখী করে রেখেছি। অতিরিক্ত সম্পদের
মাঝে সুখ খুঁজা আর মরুভূমিরমাঝে মরীচিকার
পিছনে ছুটা একই কথা । অল্পতে যে তুষ্ট
থাকতে পারে – সেই মূলত সুখী হয়” ।
ধনী ব্যবসায়ী গম্ভীর মুখে গাড়ি ঘুরিয়ে চলে গেল।
জেলের কথাগুলি এতই সত্য যে – এর জবাব
তার কাছে নেই।........

(সংগৃহীত)
█▓▒░ আলোচিত ৩টি প্রশ্নের জবাবঃ ░▒▓█

জনৈক নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য করে বলল, “আপনি যদি আমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাবো।”

১) সব কাজ যদি আল্লাহর মর্জি-তে হয়, তবে পাপ করলে মানুষের তাতে কী দোষ?
২) শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে জাহান্নামের আগুন তাকে কীভাবে স্পর্শ করবে...??
৩) আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহকে মানেন কেন???

নাস্তিক এর বাক্যালাপ শেষ হলে হাতে একটি মাটির ঢিল নিয়ে জ্ঞানী লোকটি তার দিকে ছুঁড়ে মারলেন।
নাস্তিক রাগান্বিত হয়ে বিচারক সমীপে অভিযোগ দায়ের করলো। জজ জ্ঞানী লোকটিকে ডেকে বলল, “তুমি এই লোকটিকে ঢিল মেরেছ কেন?”

জ্ঞানী ব্যক্তি প্রত্যুত্তর করলেনঃ

১) আমি তো আল্লাহর মর্জি-তে ঢিল মেরেছি, তাতে আমার কী দোষ?
২) এই লোক তো মাটির সৃষ্টি, তবে মাটির ঢিলায় তার কষ্ট লাগবে কেন??
৩) শরীরে তো ব্যথা দৃষ্টি গোচর হয় না, তবে সে অনুভব করে কেন???

“আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে পড়ার সুযোগ করে দিন।”
......“সাগর”......


★*★অনুপ্রেরণামূ­লক গল্প★*★

একজন বিত্তবান লোক সিদ্ধান্ত নিলেন, শিকারের
উদ্দেশ্যে আফ্রিকায় কিছুদিনের জন্য ঘুরে আসবেন। তাই
তিনি একমাত্র সহকারী হিসেবে তার বিশ্বস্থ
কুকুরটিকে নিয়ে বের হয়ে পড়লেন। একদিন,
কুকুরটি একটা প্রজাপতিকে খেলাচ্ছলে তাড়া করতে করতে হটাৎ
লক্ষ্য করল যে সে তার বাসস্থান থেকে অনেক
দূরে চলে এসেছে এবং পথ হারিয়ে ফেলেছে। তাই সে পথভ্রষ্ট
হয়ে উদ্দেশ্যহীনভাবে­ এক জায়গা থেকে অন্য জায়গায়
ঘুরে বেরাচ্ছিল। এমতাবস্থায় হটাৎ সে খেয়াল করল
একটা চিতা মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে তার
দিকে ক্ষিপ্রবেগে ছুটে আসছে। কুকুরটা নিজের মনে মনে ভাবল
“মহা বিপদে পড়লাম দেখি!”
তারপর সে খেয়াল করল পাশেই মাটির উপর কিছু হাড়
পরে আছে। তৎক্ষনাৎ সে হাড়গুলোর কাছে গেল এবং তার
দিকে আসা চিতার দিকে পিছন ফিরে হাড়গুলো চিবোতে শুরু
করল। ঠিক যখন চিতাটা লাফ দিয়ে তাকে ধরার জন্য প্রস্তুত
হচ্ছে ঠিক তখনি কুকুরটা জোড়ালো কন্ঠে বলা শুরু করল-
“চিতাটা তো খুব-ই মুখরুচক, মনে হয়
এদিকে আশেপাশে খুজলে এরকম আরও পাওয়া যাবে।”
বলার সাথে সাথে সে একটা জোরালো ঢেকুর ছাড়লো।
এই কথা শোনার চিতাটা তার আক্রমনে দ্রুত বিরতি দিল,
দেখে মনে হচ্ছিল
যে তাকে ভীতি চেপে ধরেছে এবং সে আস্তে আস্তে লুকিয়ে গাছের
আড়ালে সটকে পড়ল।
ভয়মাখা কন্ঠে চিতাটা মনে মনে বলে উঠল, “কুকুরটা খুব
কাছাকাছি,
এবং যে কোনো মূহুর্তে আমাকে পেয়ে যেতে পারে।”
ঠিক এ সময়, একটা বানর
কাছাকাছি কোনো গাছে বসে পুরো ব্যাপারটা প্রত্যক্ষ
করছিল। সে চিন্তা করল যে, “এই
পুরো ব্যাপারটা চিতাকে বুঝিয়ে বলতে পারলে চিতার
সাথে বানর গুষ্টির সম্পর্কটা আরও মজবুত হবে, এবং তাদের
জাতিকে রক্ষার জন্য চিতার সাথে সম্পর্ক উন্নয়ন বেশ
জরুরী।”
যেই চিন্তা সেই কাজ;
এদিকে, কুকুরটা শুধু দেখল যে বানরটা খুব দ্রুতবেগে চিতার
দিকে ছুটে যাচ্ছে, এবং সাথে সাথে সে বুঝতে পারল নিশ্চয়ই
কিছু হতে চলেছে। বানরটি খুব দ্রুতই চিতার কাছে পৌছে গেল,
এবং নিজের নিরাপত্তার আশায়
সে পুরো ঘটনাটি চিতাকে খুলে বলল। নিজের এই
বোকামি বুঝতে পেরে বাঘটি ক্রোধে উন্মত্ত
হয়ে বানরটিকে বলল-
“তবে তাই যদি ঠিক হয় তবে আমার পিঠে চড়ে বস, দেখ
আমি কিভাবে বজ্জাত কুকুরটিকে কিভাবে শায়েস্তা করি।”
তখন কুকুর দেখল চিতা তার পিঠে বানরকে নিয়ে কাছে আসছে।
সে মনে মনে ভাবছিল “প্রাণপনে দৌড়ানো বাদে আমার এখন
আর কি করার আছে?”
তবুও কুকুরটি আক্রমনকারীদের দিকে পেছন ফিরে বসে এমন
ভাব ধরল যে সে তখনও তাদেরকে দেখতে পায় নি। এবং যখন
তারা কুকুরের কথা শোনার মত কাছাকাছি চলে এসেছে ঠিক
তখনি কুকুর বিরক্তভরা কন্ঠে বলে উঠল “বজ্জাত বানরটা কই
গেল!!! আমি ওকে ঠিক বিশ্বাস করতে পারি না। আধ ঘন্টা হল
ওকে আরেকটা চিতা(ভুলিয়ে-ভাল­িয়ে) আনতে পাঠালাম,
এবং এখন পর্যন্ত সে ফিরে আসেনি।”
এটা শোনার পর চিতা নিজের প্রাণের নিরাপত্তার
কথা ভেবে ছুটে পালাল।

নীতিকথা: কঠিন চাপের মুখে কখনও আতঙ্কিত হবেন না- টেনশন নেবার
জন্য নয়, বরং একে কৌশলে ফিরিয়ে দেবার জন্য প্রস্তুত
থাকুন।
...
(বিদেশী গল্প হতে অনুবাদকৃত)