Thursday, January 3, 2013

█▓▒░ আলোচিত ৩টি প্রশ্নের জবাবঃ ░▒▓█

জনৈক নাস্তিক একজন জ্ঞানীকে লক্ষ্য করে বলল, “আপনি যদি আমার তিনটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন, তবে আমি মুসলমান হয়ে যাবো।”

১) সব কাজ যদি আল্লাহর মর্জি-তে হয়, তবে পাপ করলে মানুষের তাতে কী দোষ?
২) শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তাহলে জাহান্নামের আগুন তাকে কীভাবে স্পর্শ করবে...??
৩) আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আল্লাহকে মানেন কেন???

নাস্তিক এর বাক্যালাপ শেষ হলে হাতে একটি মাটির ঢিল নিয়ে জ্ঞানী লোকটি তার দিকে ছুঁড়ে মারলেন।
নাস্তিক রাগান্বিত হয়ে বিচারক সমীপে অভিযোগ দায়ের করলো। জজ জ্ঞানী লোকটিকে ডেকে বলল, “তুমি এই লোকটিকে ঢিল মেরেছ কেন?”

জ্ঞানী ব্যক্তি প্রত্যুত্তর করলেনঃ

১) আমি তো আল্লাহর মর্জি-তে ঢিল মেরেছি, তাতে আমার কী দোষ?
২) এই লোক তো মাটির সৃষ্টি, তবে মাটির ঢিলায় তার কষ্ট লাগবে কেন??
৩) শরীরে তো ব্যথা দৃষ্টি গোচর হয় না, তবে সে অনুভব করে কেন???

“আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে পড়ার সুযোগ করে দিন।”
......“সাগর”......

No comments:

Post a Comment